ইতিহাস
হযরত শাহজালাল (রঃ) এর নামানুসারে বিদ্যালয়ের নাম করণ করা হয়। প্রথমে এটি ছিল নিম্ন মাধ্যমিকবিদ্যালয়। অত্রাঞ্চলে শিক্ষা বিস্তারে বলিষ্ঠ ভূমিকা পালন ছিল বিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য। পরবর্তীতে এই বিদ্যালয়ের উন্নয়ন ও সরকারের শিক্ষা বিভাগের স্বীকৃতি লাভের জন্যে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বর্গ বিশেষ প্রচেষ্টা অব্যাহত রাখেন। সমাজের হিতৈষী ব্যক্তি বর্গের আমত্মরিক প্রচেষ্টায় ১৯৭০ সালে পহেলা জানুয়ারী এই বিদ্যালয়টি জালালাবাদ উচ্চ বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। ১৯৭১ সালে ১ম বারের মত এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং ১০০% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। বিদ্যালয়টি এ যাবৎ ৪ বার ১০০% ফলাফল লাভ করে। তাছাড়া সবসময় ৭০% থেকে ৯০% ফলাফল অর্জন করতে সক্ষম হয়। এই অগ্রগতির মূলে শিক্ষক শিক্ষার্থী ও এলাকার সুধীজনের অবদান প্রশংসনীয় । ১৯৭৫সালে বিদ্যালয়টি বিজ্ঞান বিভাগ খোলার অনুমতি লাভ করে। তখন থেকে এটা জালালাবাদ দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয় নামে অভিহিত হয়। বিদ্যালয়টি মাত্র ১১০ফুট দৈর্ঘ্য কাচা পাকা ঘর নিয়ে যাত্রা । সেই বিদ্যালয় ঘরটি এলাকা বাসীর সহযোগীতায় ১৯৭৪ সালে ৩০ফুট দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থ করে সম্প্রসারণ করা হয়। পরবর্তীতে সরকার হতে বিজ্ঞান শিক্ষার অনুদান হিসাবে ২০ হাজার টাকা পেয়ে ৪০ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থ দ্বিতলা বিজ্ঞান ভবন নির্মাণ কাজ শুরম্ন করা হয়। কিন্তু কিছু দিন কাজ অসম্পূর্ণ থাকে। তার পর এলাকার শিক্ষানুরাগী ও দানবীর ব্যক্তি বর্গের আর্থিক অনুদানে ও সরকারী বরাদ্দে ছাদ ঢালাইসহ আংশিক কাজ সম্পন্ন হয়। গত ৯৪-৯৫অর্থ বৎসরে সরকারের ফ্যাসিলিটিজ বিভাগ থেকে ৭,৮১,০০০(সাত লক্ষ একাশি হাজার টাকা মাত্র) টাকা ব্যয়ে ৭২ফুট দৈর্ঘ্য ও ২৯ ফুট প্রস্থ দ্বিতলা একাডেমিক ভবন নির্মিত হয়। পরবর্তিতে এলাকার শিক্ষানুরাগী ও দানবীর ব্যক্তিবর্গের অনুদানে ও সরকারী অনুদানে বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল ও বিদ্যুতায়ন করা হয়।
ছাত্র/ছাত্রীর সংখ্যা (শ্রেণী ভিত্তিক)
শ্রেণী | শাখা | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ট |
| ৬৮ | ৭২ | ১৪০ |
৭ম |
| ৪৫ | ৬৬ | ১১১ |
৮ম |
| ৪৬ | ৬০ | ১০৬ |
৯ম | বিজ্ঞান | ০৬ | ০৬ | ১২ |
মানবিক | ২২ | ৫০ | ৭২ | |
১০ম | বিজ্ঞান | ০৪ | ০৮ | ১২ |
মানবিক | ২১ | ৩০ | ৫১ | |
মোট |
| ২১১ | ২৯৩ | ৫০৪ |
বর্তমান পরিচালনা কমিঠির তথ্য
ক্রমিক নং | সদস্যগনের নাম | পদবী | মমত্মব্য |
০১ | সর্ব জনাব মোঃ খালেদূল ইসলাম কোহিনুর | সভাপতি |
|
০২ | সর্ব জনাব মোঃ নূরম্নল ইসলাম মানিক | দাতা সদস্য |
|
০৩ | সর্ব জনাব মোঃ দাহিরম্নজ্জামান সাজাদ | প্রতিষ্ঠাতা সদস্য |
|
০৪ | সর্ব জনাব মোঃ সামছুল ইসলাম | অভিভাবক সদস্য |
|
০৫ | সর্ব জনাব মোঃ আবুল হোসেন | অভিভাবক সদস্য |
|
০৬ | সর্ব জনাব মোঃ সিরাজুল ইসলাম | অভিভাবক সদস্য |
|
০৭ | সর্ব জনাব কবির আহমদ | অভিভাবক সদস্য |
|
০৮ | সর্ব জনাব মোঃ মালিকুল ইসলাম সুফি | শিক্ষানুরাগী সদস্য |
|
০৯ | সর্ব জনাব উষারাণী মলিস্নক | মহিলা অভিভাবক সদস্য (সংরক্ষিত) |
|
১০ | সর্ব জনাব শাহ মোঃ হাকিম আহমদ | শিক্ষক প্রতিনিধ |
|
১১ | সর্ব জনাব একরাম খান | শিক্ষক প্রতিনিধ |
|
১২ | সর্ব জনাব হালিমা বেগম | মহিলা শিক্ষক প্রতিনিধ (সংরক্ষিত) |
|
১৩ | সর্ব জনাব তজম্মূল ইসলাম | প্রধান শিক্ষক ও সদস্য সচিব |
|
বিগত ৫ বছরের এস.এস.সি পরীক্ষার ফলাফল
ক্রমিক নং | পরীÿার সণ | অংশ গ্রহণ কারী ছাত্র/ছাত্রী | মোট পাশের সংখ্যা | পাসের হার | মমত্মব্য |
০১ | ২০১১ | ৭১ | ৫৮ | ৮১.৬৯% |
|
০২ | ২০১০ | ৫৩ | ৩৩ | ৬২.২৬% |
|
০৩ | ২০০৯ | ৪৮ | ৪১ | ৮৫.৮২% |
|
০৪ | ২০০৮ | ৫০ | ২৬ | ৫২% |
|
০৫ | ২০০৭ | ৪১ | ১৯ | ৪৬.৩৪% |
|
জেএসসি পরীক্ষার ফলাফল
ক্রমিক নং | পরীÿার সণ | অংশ গ্রহণ কারী ছাত্র/ছাত্রী | মোট পাশের সংখ্যা | পাসের হার | বৃত্তি প্রাপ্ত সংখ্যা |
০১ | ২০১১ | ১০৪ | ৮৮ | ৮৪.৬২% | ০১জন |
০২ | ২০১০ | ৭৬ | ৫৫ | ৭২.৩৭% | ০১জন |
বিদ্যালয়ে স্কাউটিং কার্যক্রম চালু আছে। উপজেলার বিভিন্ন প্রতিযোগীতা ও প্রোগ্রামে অংশ গ্রহণ করে। বৃক্ষ রোপন করা হয়। বিভিন্ন জাতীয় দিবস পালন করা হয়। বার্ষিক মিলাদ বার্ষিক ক্রীড়া উদযাপন করা হয়।
২০১০ সনে গোল্ডেন A+ সহ ৮৪% ২০১১ সনে গোল্ডেন A+ সহ ৮৬% ।
বিদ্যালয়টি ভবিষ্যতে একাদশ শ্রেণী চালু করার পরিকল্পনা । শিক্ষা,ক্রীড়া ও সংস্কৃতিতে একটি আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠা করার স্বপ্ন।
মোঃ তজম্মুল ইসলাম (প্রধান শিক্ষক), গোপশহর, ডাক: সিলেট, থানা: দক্ষিণ সুরমা,সিলেট।
মোবাঃ : 01715745050
২০১০সালে জে এস সি পরীক্ষায় টেলেনপুলে ১জন।এস্ এস সি পরীক্ষায় A+১জন। ২০১১ সনে জেএসসিতে সরকারী বৃত্তি ১জন।এস.এস.সিতে গোল্ডেন A+ ১জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস