একনজরে ইউনিয়ন
ঐতিহ্ব্য বাহী মোল্লার গাও ইউনিয়ন, দক্ষিন সুরমা উপজেলার মধ্যে ২৭ টি গ্রামের সমন্বে গঠিত ১নং মোল্লার গাও ইউনিয়ন পরিষদ।শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন,কৃষি ও খেলাধুলানিয়ে তার আপন গতিতে চলমান।
১)নাম-১নং মোল্লার গাও ইউনিয়ন পরিষদ।
২) স্থাপিত : ১৯৬২ ইংরেজী
৩)আয়তন- ৯.৫৬ বর্গ কি:মি:
৪) ইউনিয়নের চতুর সীমা : ক) উত্তরে : সুরমা নদী ও কান্দিগাঁও ইউপি, খ) দক্ষিনে : তেতলী ইউপি ও বাসিয়া নদী,
গ) পূর্ব : সুরমা নদী ও বরইকান্দিম ইউপি, পশ্চিমে : বাসিয়া নদী ।
৫)লোকসংখ্যা: ক) পুরুষ : ২০৬৯জন, খ) মহিলা : ২০৫৪১জন, মোট : ৪০,৬১০ জ।
৬)গ্রামের সংখ্যা: ২৭টি
৭)মৌজার সংখ্যা: ০৭ টি
৮)হাট/বাজারের সংখ্যা-১টি
৯)উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- উপজেলা থেকে যানবাহন যোগে সোজা উত্তর দিকে ক্ষীন ব্রীজ পযন্ত। এবং ক্ষীন ব্রীজ থেকে কামাল বাজার রোডস্ত গোপশহর মাদ্রাসার পম্চিমে।
১০)শিক্ষার হার: ৪৮%
১১) শিক্ষা প্রতিষ্টান :
ক)সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ০৭টি
খ)বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ০১টি
গ)উচ্চ বিদ্যালয়- ০২টি
ঘ) নিম্ন মাধ্যমিক-০১টি(জুনিয়র স্কুল ৩টি)
ঙ) মাদ্রাসা-০১টি
চ)এতিম খানা : ০১টি।
১২)দায়িত্বরত চেয়ারম্যান-জনাব আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ান
১৩)গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-২টি
১৪)ঐতিহাসিক পযটন স্থান-৫টি
১৫)ইউপি নতুন ভবন স্থাপিত কাল: ০১/০১/১৯৯২ইং
১৬)ইউনিয়ন পরিষদের জনবল
ক) নির্বাচিত পরিষদ সদস্য: ৯ জন
খ) ইউনিয়ন পরিষদ সচিব: ১জন
গ) ইউনিয় গ্রাম পুলিশ : ৮জন
১৭) নলকূপের সংখ্যা ঃ সরকারী – ২৯৪টি, প্রাইভেট – ২৪০টি, আর্সেনিক যুক্ত নলকূপ : ২৮টি, আর্সেৃনিক মুক্ত নলকূপ : ২৭৬টি।
১৮) স্যানিটেশন আওতাভুক্ত শতকরা ঃ ৯৯%০
১৯) ভোটার তালিকা ঃ পুরুষ ঃ ৬১৫৬ মহিলা ঃ ৬৮৮৯, মোটঃ ১৩৪৫
২০) মোট জমির পরিমান : ৬৮০ হেক্ট্র ,
ক) কৃষি জমির পরিমাণ ; ৬২০ হেক্ট্র
খ) অকৃষি জমির পরিমাণ : ১৫ হেক্ট্র
গ) আউশ জমির পরিমাণ : ৩৪০ হেক্ট্র
ঘ) আমন জমির পরিমাণ : ৪৭০ হেক্ট্র
ঙ) বোরো জমির পরিমাণ : ৩২০ হেক্ট্র
চ) বীজ তলা জমির পরিমাণ : ৪৫ হেক্ট্র
ছ) হাওর : ০৩টি
জ) খাল : ০৫টি।
২১) খাদ্যের তথ্য ও বিবরণ ক) মোট খাদ্যের চাহিদা : ৩৪৮২ মেঃ টন
খ) মোট খাদ্য উৎপাদন : ৩৫০০ মেঃ টন
গ) উদ্ধৃত : ১৮ মেঃ টন
ঘ) ইউনিয়নের প্রধান ফসল : ধান, সবজি
২২) পরীক্ষা কেন্দ্র : ক) এস.এস.সি : ০২টি
খ) জে.এস.সি : ০১টি
গ) পি.এস.সি : ০১টি।
২৩) যোগাযোগ : ক) বড় ব্রীজ : ০৩টি
খ) কালভার্র্ট : ২০টি
গ) কাচা রাস্তা : ৩১টি
ঘ) অর্ধ পাকা : ০৫ কিঃ মিঃ
ঙ) বাঁধ কাম রাস্তা : ১০ কিঃ মিঃ
চ) রেল পথ : ০৩কিঃ মিঃ
ছ) নদী পথ : ০৮ কিঃ মিঃ
২৪) পুকুরের সংখ্যা : ৭১টি
২৫) ইউনিয়ন ভূূমি অফিস : ০১টি
২৬) ইউনিয়ন স্বস্থ্র কেন্দ্র : ০১ ট
২৭) কমিউনিটি ক্লিনিক : ০২টি
২৮) সমবায় সমিতি : ০৭ টি।
২৯) মিল ফ্যাক্টরি : ০২টি
৩০) কৃষক :
৩১) ভাতা ভোগী : ক) বযয়স্ক ভাতা ভোগী : ৪৮৯
খ) বিধবা ভাতা : ১৪৬
গ) প্রতিবন্ধি ভাতা : ২১৫ জন
ঘ) মাতৃত্ব কালীন ভাতা :
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস